ইটালীয়ান সিটিজেন যদি স্ত্রী ও সন্তানকে ইটালী নেন তবে---

এই কাজটি দুই ধাপে শেষ করতে হয়। প্রথমত ম্যারেজ+নিকাহনামা রেজিষ্ট্রেশন এর কাজ। দ্বিতীয়ত ভিসার জন্য রেডি করতে হবে।
রেজিষ্ট্রেশন ফাইলের জন্য ইটালী থেকে পাঠাবেন- ইটালীয়ান পাসপোর্টের কপি, কারতা ডি আইডেনটিতা কপি। stato di famiglia সার্টিফিকেট এগুলো কমুনি এ্যটাষ্টেট না দিলেও হবে। ইটালীয়ান পাসপোর্টধারীদের কোন ডকুমেন্ট কমুনি থেকে এ্যটাষ্টেট প্রয়োজন হয় না।
ম্যারেজ রেজিষ্ট্রেশনের ফাইল জমা হওয়ার পর বাংলাদেশ থেকে শুধু একটি সার্টিফিকেট/ ইমেল কপি দেয়। আর ইটালীর কমুনি থেকে আপনাকে একটি Atto di Matrimoni সার্টিফিকেট দিবে। সেটি বাংলাদেশে পাঠাতে হবে। তারপর ভিসার ফাইল রেডি করতে হয়।
ভিসার ফাইলের জন্য ইটালী থেকে পাঠাবেন- স্বামীর ইটালীয়ান পাসপোর্টের কপি, কারতা ডি আইডেনটিতার কপি, বাসার কন্ট্রাক বা আলোজ্য। কুদ, ইনভাইটেশন ইত্যাদি ।
বাংলাদেশ থেকে প্রয়োজন- স্ত্রী ও ছেলে-মেয়ের পাসপোর্টের কপি, কাবিন নামার কপি, ফ্যামিলি সার্টিফিকেট, জন্ম নিবন্ধনের কপি। বর্তমানে অতিরিক্ত হিসাবে ইন্সুরেন্স ও টিকেট বুকিং দিতে হয়।
যদি আমাদের মাধ্যমে কনসালটেন্সি নেন তবে-- বাংলাদেশের ডকুমেন্ট নতুন করে নেওয়ার দরকার নাই। প্রথমে আমাকে পুরাতন ডকুমেন্ট দিবেন। পরে আমি কারেকশন করে দিব।
বর্তমানে স্ত্রী ও বাচ্চাদের ভিসা ফি নাই। তবে এম্বাসি যে কোন সময় নিয়ম পরিবর্তন করতে পারে।
আমি একজন সাবেক ইটালীয়ান প্রবাসী হিসাবে পরামর্শ রইল- উপরোক্ত নিয়মগুলো প্রায় পরিবর্তন হয়। তাই আপনার স্বপ্ন পূরনে, অভিজ্ঞ, আন্তরিক ও বিশ্বস্ত সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
মোবাইল: 0195-4267300, 0140-6302369, 0197-4550845 (সব WhatsApp আছে)

Scroll to Top